Khoborerchokh logo

গাজীপুরের শ্রীপুরে ১ টি রিভলবার,২ রাউন্ড গুলি সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ 339 0

Khoborerchokh logo

গাজীপুরের শ্রীপুরে ১ টি রিভলবার,২ রাউন্ড গুলি সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক:
 গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার বিদেশী অস্ত্র ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া সাকিনস্থ¯হাজী সিরাজ মুন্সির বসত বাড়ী ধৃত আসামী আল ইমরান(২৫) এর শয়ন কক্ষে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১) মোঃ আল ইমরান(২৫), পিতা-মোঃ শফি উদ্দিন, মাতা-মোসাঃ শিরিনা বেগম, সাং-জামিরদীয়া মাস্টারবাড়ী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-দক্ষিণ ধনুয়া, নয়নপুর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,২) মোঃ সাইদুল ইসলাম বাপ্পি(২৯),পিতা-মৃত জহির উদ্দিন, মাতা-মোসাঃ নার্গিস মোর্শেদা, সাং-পেশকারপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,থানা-সদর, জেলা-কক্সবাজার,৩) শান্তা ইসলাম সাথী(৩৫), পিতা-মোঃ সেলিম চৌধুরী, মাতা-মৃত বেগম, সাং-পশ্চিম জয়দেবপুর,থানা-সদর, জিএমপি, গাজীপুর’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামীদের দখল হতে ০১ (এক) টি বিদেশী রিভলবার,০২(দুই) রাউন্ড গুলি এবং ০৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তার দখলে থাকা অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাইতে পারে নাই।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আনিয়া গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা পাইকারী বিক্রি করিয়া আসিতেছে। উদ্ধারকৃত অস্ত্র বিদেশী রিভলবার সম্পর্কে ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত অস্ত্র দ্বারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, তাদের মাদক ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে ব্যবহার করে আসতেছিল বলে ধৃত আসামীরা স্বীকার করে। আসামীরা অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রাখিয়া ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারার অপরাধ করিয়াছে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com